ভেনেজুয়েলা সীমান্তে বিমান বিধ্বস্ত: কলম্বিয়ার সংসদ সদস্যসহ ১৫ আরোহীর মৃত্যু

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক |
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর সান্তান্দার বিভাগে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বিমান সংস্থা ‘সাতেনা’ পরিচালিত ফ্লাইটটি বুধবার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত হয়।

কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন:
* দিওহেনেস কুইন্তেরো: কলম্বিয়ার নিম্নকক্ষের সংসদ সদস্য (সংঘাতের শিকারদের জন্য সংরক্ষিত আসনের প্রতিনিধি)।
* কার্লোস সালসেদো সালাজার: আসন্ন নির্বাচনের প্রার্থী।

বিমানটি উত্তর সান্তান্দার বিভাগের কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশে রওনা হয়েছিল। গন্তব্যে পৌঁছানোর মাত্র ১১ মিনিট আগে হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। এয়ার ট্রাফিক কন্ট্রো4ল (ATC) জানায়, শেষ মুহূর্তে বিমানের উচ্চতা অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। এরপরই এটি সীমান্ত সংলগ্ন দুর্গম জঙ্গলপূর্ণ এলাকায় আছড়ে পড়ে।

কলম্বিয়ার পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোহাস এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘ইউনিফায়েড কমান্ড পোস্ট’ সক্রিয় করা হয়েছে।
তবে দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং ঘন জঙ্গলপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্ঘটনাস্থল কাতাতুম্বো অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এটি বিশ্বের বৃহত্তম কোকা (মাদক তৈরির কাঁচামাল) চাষের অঞ্চলগুলোর একটি এবং ভেনেজুয়েলা সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। উল্লেখ্য, কুকুতা-ওকানিয়া বিমান রুটটি গত বছরের জুনে এই দুর্গম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে চালু করা হয়েছিল।
কলম্বিয়ার সরকার এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ঘোষণা করেছে।

আরো পড়ুন

সর্বশেষ