বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তারিকত ফেডারেশন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এলডিপিসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং মো. হাসিবুল ইসলাম এই রিট আবেদনটি করেন।
এই রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়ার জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এছাড়া, দশম, একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে আরও একটি রিট দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এই রিটগুলোর শুনানি হতে পারে।
১১ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দায়েরকৃত এই রিটে জাতীয় পার্টি (মঞ্জু), গণতান্ত্রিক দল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, নির্বিচারে মানুষ হত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য এসব দলের রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি না, তা আদালত বিবেচনা করতে পারেন।
জাগো/মেহেদী

