যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। ২০২৫ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে যবিপ্রবি দেশের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে। র্যাঙ্কিংয়ে যবিপ্রবির গুণগত গবেষণায় সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে।
এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অন্যান্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ র্যাঙ্কিংয়ে এই সাফল্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও উচ্চতর লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং বিভিন্ন সূচক যেমন পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা মূল্যায়নের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মান নির্ধারণ করে থাকে।

