যশোরের সদর উপজেলায় সাইফুল ইসলাম সাগরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি। গত সোমবার রাতে সাগরের ভাই আশরাফুল ইসলাম আকাশ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে যে সাগরের পূর্বের কিছু বিরোধ ছিল এলাকার সন্ত্রাসীদের সঙ্গে। গত ৭ অক্টোবর বিকেলে সাগর আমদাবাদ বাজারে কাজ শেষে ফেরার পথে তাকে কয়েকজন সন্ত্রাসী আক্রমণ করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলেও, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজজামান জানিয়েছেন, খুনিদের গ্রেফতার ও হত্যার কারণ উদঘাটনের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
জগো/মেহেদী

