খুলনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা

আরো পড়ুন

খুলনায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে জাতীয় পার্টির নেতা মোল্লা শওকাত হোসেন বাবুল এ মামলা করেন। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক মো. আল আমিন মামলাটি গ্রহণ করে সিআইডিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাপসী ঊর্মি একজন সরকারি কর্মকর্তা হয়েও ফেসবুকে মন্তব্য করেছেন যা রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এতে সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মানহানি হয়েছে। মোল্লা শওকাত হোসেন বাবুল অভিযোগ করেন যে, ঊর্মির মন্তব্য দেশের জনগণের মধ্যে ড. ইউনূসের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে এবং এটি রাষ্ট্রীয় ও সামাজিকভাবে ক্ষতিকর।

মামলায় ড. ইউনূসের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে এক হাজার কোটি টাকার মানহানির দাবি করা হয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ