আগামী ১৫ অক্টোবর ২০২৪ তারিখে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে বাতিল হওয়া ছয়টি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। এই পদ্ধতিতে জেএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ২৫% এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৭৫% যোগ করে শিক্ষার্থীদের চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এই প্রস্তাব অনুমোদন করেছে।
শিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন যে ফল প্রকাশের প্রস্তুতি চলছে এবং নির্ধারিত সময়েই ফলাফল প্রকাশিত হবে।
জাগো/মেহেদী

