যশোরের অভয়নগর, মণিরামপুর এবং কেশবপুর উপজেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে ভবদহ জলাবদ্ধতার সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যা সম্পর্কে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আশ্বাস দিয়েছেন, “এক-দুই দিনের জন্য নয়, চিরস্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম শুরু করা হবে।”
রোববার (৬ অক্টোবর) যশোরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচিতে মোবাইল ফোনের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি বলেন, “বহু বছর ধরে চলমান এই সমস্যার সমাধান এক মাসে সম্ভব নয়। তবে আগে স্থানীয় জনগণের মতামত না শুনে যে সমাধানের চেষ্টা হয়েছে, এবার তা হবে না। স্থানীয়দের মতামতের ভিত্তিতেই সমাধানের পথে এগুনো হবে।”
তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে ভবদহ এলাকার সমস্যার সমাধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ করার প্রস্তাবও বিবেচনা করা হবে। দ্রুত কাজ শুরু করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের আপৎকালীন তহবিল ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ এই বক্তব্য কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয়দের সামনে সরাসরি শোনান। ভবদহ অঞ্চলের ক্ষতিগ্রস্তদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার দাবিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
এই কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং আন্দোলনকারীরা দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়ে শ্লোগানে মুখরিত করেন পুরো চত্বর।

