৭ অক্টোবর ২০২৪) দুপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে মহানগরীর কালি মন্দিরের সামনে এই সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদার। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও চাপাতির আঘাতে গুরুতর আহত যুবদল নেতা অলিউল্লাহ তুহিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা যায়, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির অনুপস্থিতিতে দুর্গাপূজা উপলক্ষে একটি অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে বাক-বিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের কারণেই এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

