নয়ন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালন

আরো পড়ুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌধুরী শহিদুল ইসলাম নয়ন যশোর বিএনপির অন্যতম অভিভাবক ছিলেন এবং তার জীবন থেকে বিএনপি নেতাকর্মীদের অনেক কিছু শেখার আছে। তিনি নেতাকর্মীদের অভিভাবকত্ব এবং মানুষের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এক অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। শুক্রবার বাদ আসর, নয়নের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও উল্লেখ করেন, বিএনপি বিগত ১৬ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে দেশের জন্য লড়াই করেছে এবং আন্তরিকভাবে কাজ করে গেছে। তবে, আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রসঙ্গে তিনি সতর্ক করেন যে, বিএনপির কোন নেতাকর্মী মণ্ডপ পাহারার দায়িত্বে কোনো মাতব্বরি বা সংঘাতে জড়াবেন না। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের মূল কাজ হবে মণ্ডপগুলো পর্যবেক্ষণ করা, যাতে কোনো দুষ্কৃতকারী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে। সংঘাতে জড়ালে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

দোয়া মাহফিলে বিএনপির আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যার মধ্যে অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মফিকুল হাসান তৃপ্তি, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ