মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের মূল বিষয়বস্তু ছিল টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের সহায়তার প্রতিশ্রুতি। তিনি নিশ্চিত করেছেন যে, এসব শ্রমিকদের জন্য সব ধরনের সহায়তা প্রদান করা হবে। আনোয়ার ইব্রাহিম আরও উল্লেখ করেন, মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম ধাপে ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস তার পুরনো বন্ধুর আগমনে আনন্দ প্রকাশ করেন এবং জানান যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম বিদেশি সরকার প্রধানের সফর। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তারুণ্যের শক্তি ব্যবহার, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি, এবং রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার কথা উঠে এসেছে। চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
জাগো/মেহেদী

