শেখ হাসিনার দেশ ছাড়ার পরবর্তী গন্তব্য এবং ভারতে তার বর্তমান অবস্থান নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। জানা যায়, ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের চাপে পদত্যাগের পর তিনি ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান। ঢাকার সরকার ইতোমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে, যার ফলে তার ভারতে অবস্থানের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভারতে তার অবস্থানের মেয়াদ শেষ হলেও তিনি এখন কোন আইনি অবস্থানে আছেন, তা পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে ভারতের কাছে জানতে চেয়েছে, আর ভারত জানিয়েছে যে, শেখ হাসিনা অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে
জাগো/মেহেদী

