টানা ১২ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (১২ জুন) সকালে পুনরায় চালু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন। ঈদ উপলক্ষে আগামী ২৪ জুন পর্যন্ত চলবে এই ট্রেন।
সকাল ৭ টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে বিশেষ ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছে। একই ট্রেন সন্ধ্যা ৭ টায় কক্সবাজার থেকে ছেড়ে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে।
যাত্রাপথে ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামে। মোট ১০ টি বগিতে ৪৩৮ টি আসন রয়েছে।
ভাড়া: শোভন শ্রেণির আসনের জন্য সর্বনিম্ন ভাড়া ৪৫ টাকা, প্রথম শ্রেণির আসনের জন্য ১৮৫ টাকা। তবে কক্সবাজার পর্যন্ত এই ভাড়া যথাক্রমে ১৮৫ ও ৩৪০ টাকা।
বন্ধের কারণ: ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে ৩০ মে এই ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, বাস মালিকদের চাপে পড়েই বন্ধ করা হয়েছিল।
ট্রেনটি ২৪ জুন পর্যন্ত চলবে। বন্ধ থাকার আগে ৫২ দিনে ৫৪ হাজার ৮১৪ জন যাত্রী পরিবহন করেছে এই ট্রেন।
ট্রেন থেকে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ ৪১ হাজার টাকা।
প্রতিদিন গড়ে আয় ২ লাখ টাকা।
জাগো/আরএইচএম

