যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় শ্রমিক লীগের যশোর শাখার নেতাকর্মীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান, সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, আলাউদ্দিন ও সালাউদ্দিন, আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহানুর রহমান, জামাল হোসেন লাবু, সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ কুটি, মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, নিজাম উদ্দিন বাবলু ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক জাহিদ হোসেন জনি প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, একজন আইনজীবি হকারদের কাছ থেকে তোলা তুলে খাই। আর এই চাঁদা দিতে না চাইলে এক হকারকে মারপিট করে ওই আইনজীবি। আর এঘটনার প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নামে মিথ্যা মামলা দেয়া হয়। মিথ্যা এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
জাগো/আরএইচএম

