নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের একটি শিশু সদন এতিমখানা মাদ্রাসায় বেত্রাঘাতে ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মোসাদ্দিকবিল্লাহ নামে এক শিক্ষক আটক হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে। আটক মোসাদ্দিকবিল্লাহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোলাম সরোয়ারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, যশোর জেলার সদর উপজেলার এড়েন্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল আলিম পাশ্ববর্তী দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর শিশু সদন এতিমখানা মাদ্রাসার নাজেরার ছাত্র। সোমবার সকালে ওই ছাত্র মাদ্রাসায় পড়া না পারায় শিক্ষক তাকে বেত্রাঘাত করে পিঠেসহ বিভিন্ন স্থানে ছোলা জখম করে। ওই ছাত্রকে সারাদিন মাদ্রাসা থেকে বের হতে দেয়নি। পরে ভিকটিম ছাত্র ব্যাথার যন্ত্রণায় সহ্য করতে না পেরে সন্ধ্যার সময় বাড়িতে এসে বাবা-মাকে জানায়। এরপর প্রতিবরশী ও আত্মীয়-স্বজনরা মিলে ওই মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে ডেকে স্থানীয় ইউপি মেম্বার ইসমাইল হোসেনের এড়েন্দা বাজারের অফিসে নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিক্ষককে আটক করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত শিক্ষক আটক হয়েছে। ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
জাগো/জেএইচ

