ফেসবুকে ভারতীয় যুবকের সঙ্গে পরিচয়, অতঃপর প্রেম। প্রেমের টানে বাংলাদেশে আসেন ওই যুবক। গত ১০ ফেব্রুয়ারি তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। কিন্তু সোমবার (১২ ফেব্রুয়ারি) ছেলেটি ভারতে চলে যাওয়ার সময় বাধে বিপত্তি।
মেয়েটিও তার সঙ্গে ভারতে যেতে চান। কিন্তু তার সঙ্গে পাসপোর্ট না থাকায় নিতে চাননি প্রেমিক। এতেই অভিমানে বেনাপোল চেকপোস্টের স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথের গলিতে গিয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিকা। পাশে থাকা বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।
সোনালী ব্যাংক চেকপোস্ট শাখার ইনচার্জ রুহুল আমিন বলেন, ওই তরুণী যশোর সদর উপজেলার বাসিন্দা।
জাগো/এসআই

