কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর চর থেকে গত শনিবার (৩ জানুয়ারি) সকালে মিলন হোসেন (২৪) নামে এক যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। মিলন দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নিহতের পরিবার হত্যাকাণ্ডের কারণ জানে না বলে দাবি করেছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মিলনের স্ত্রী মিমি খাতুন বলেন, হাউজিং এলাকার সজল মিলনকে কল করে ডেকেছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের দেখা হওয়ার পর মিলন নিখোঁজ হন। মিমি খাতুন আরও অভিযোগ করেন যে, তিনি জিডি করার পর পুলিশ গুরুত্ব দেয়নি।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, টুকরো টুকরো করা মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জাগো/এসআই

