দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা  পিছলে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক 
যশোরের নওয়াপাড়ায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে শেখ মারুফ হোসেন (৬৬) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকেনওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে।
রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছাড়ার সময় দৌঁড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান শেখ মারুফ হোসেন। এসময় তার মাথার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে তার পরিচয় শনাক্ত হয়।
নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

জাগো/জেএইচ 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ