বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর নতুন সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও রয়েছেন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। তাদের মধ্যে দুজন টেকনোক্রেটসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন। নতুন মন্ত্রিসভায় একেবারেই নতুন মুখ ১৪ জন।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার রাতেই ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ থাকছেন ৩৭ জন। তাদের মধ্যে সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী এই প্রথমবার মন্ত্রিসভায় আসছেন। যদিও তাদের কেউ কেউ বিভিন্ন সময়ে জাতীয় সংসদসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা শপথ অনুষ্ঠানে জানা যাবে।
নতুন মুখের তালিকা
পূর্ণ মন্ত্রী
মো. আবদুর রহমান (চট্টগ্রাম-১৬)
মো. আব্দুস শহীদ (নোয়াখালী-২)
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (চট্টগ্রাম-১২)
মো. জিল্লুল হাকিম (ঢাকা-১০)
আবদুস সালাম (চট্টগ্রাম-৪)
নাজমুল হাসান (চট্টগ্রাম-১৮)
সামন্ত লাল সেন (রাজশাহী-৪)
প্রতিমন্ত্রী
মহিববুর রহমান (সিলেট-২)
সিমিন হোসেন রিমি (বরিশাল-২)
শফিকুর রহমান চৌধুরী (কুমিল্লা-১)
রুমানা আলী (দিনাজপুর-১)
কুজেন্দ্র লাল ত্রিপুরা (পার্বত্য চট্টগ্রাম-১)
আহসানুল ইসলাম (চাঁদপুর-২)
মোহাম্মদ আলী আরাফাত (বগুড়া-৭)
প্রত্যাবর্তনকারী মন্ত্রী-প্রতিমন্ত্রী
আবুল হাসান মাহমুদ আলী (পররাষ্ট্রমন্ত্রী)
মুহাম্মদ ফারুক খান (বাণিজ্যমন্ত্রী)
সাবের হোসেন চৌধুরী (নৌপরিবহন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী)
জাহাঙ্গীর কবির নানক (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী)
নারায়ণ চন্দ্র চন্দ (মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী)
জাগো/এসআই

