শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন

আরো পড়ুন

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও প্রিমিয়ার লি ছিয়াং। ১১ জানুয়ারি পাঠানো অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত ৪৯ বছরে, দুই দেশ সব সময় পরস্পরকে সম্মান করেছে। দুই দেশ একে অপরের সঙ্গে সমতার সঙ্গে চলেছে এবং পারস্পরিক সুবিধা ও লাভজনক ফলাফল অর্জন করেছে।

শি চিনপিং বলেন, চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। দুই দেশ যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করে, যা দুই জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসে। শি আশা করেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে।

শি আশা করেন, দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরো উন্নত করবে এবং উন্নয়ন কৌশলগুলোকে আরো সমন্বিত ও প্রসার করবে।

চীনের প্রিমিয়ার লি ছিয়াং তার অভিনন্দন বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে চীন-বাংলাদেশ সম্পর্ক আরো উচ্চতর পর্যায়ে উন্নীত হবে।

চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের অভিনন্দন বার্তা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করে যে চীন বাংলাদেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনে আন্তরিকভাবে আগ্রহী।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ