নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি কাজী নাবিল আহমেদ বুধবার ব্যাপক গণসংযোগ করেছেন।
এদিন তিনি শহরের জিরো পয়েন্ট দড়াটানাসহ হাজী মহসীন রোড, মিস্ত্রিখানা রোডসহ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি বাজারের ব্যবসায়ীদের খোঁজ-খবর নেয়া ছাড়াও পথচারী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য এবং যশোরের বিভিন্ন সেক্টরের উন্নয়নের কথা তুলে ধরে পূণরায় নৌকায় ভোট চান।
এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদী হাসান মিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।
জেবি/জেএইচ

