প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমণ উপলক্ষে দলে দলে মানুষ আসছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ মাঠে। সকাল থেকেই তারাগঞ্জ বাদেও রংপুরসহ আশপাশের জেলাগুলোর মানুষ আসছেন।
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকা প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১ টায় তারাগঞ্জের নির্বাচনী প্রচারণ শেষে তিনি মিঠাপুকুরের জায়গীরহাটে পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি পীরগঞ্জ উপজেলায় শ্বশুর বাড়ি জয় সদনে যাবেন। সেখানে তিনি তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। মধ্যাহ্ন ভোজের পর তিনি পীরগঞ্জ আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন।
জাগো/এসআই

