খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় জামান জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা জানান, আজ রাত পৌনে ১০টার দিকে দিঘলিয়ার নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন লাগে। আগুনের খবর পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মিলের ম্যানেজার রিপন মোল্লা জানান, আজ রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে আসার পর আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন ড্যাম্পিং ডাউনের কাজ শুরু হয়েছে।
আগুনে মিলের কারখানা ভবন, ওয়ার্কশপ, কাঁচামাল ও পণ্যসামগ্রী পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
জাগো/এসআই

