নিজস্ব প্রতিবেদক
চরমপন্থি সংগঠনের ৪ সন্ত্রাসীকে বোমা, বিস্ফোরকদ্রব্য ও ওয়ান সুটারগানসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল অভয়নগরের ডহরমষিহাটি গ্রামের অমিতাভ বিশ্বাস, প্রতাপ মন্ডল,মনিরামপুরের নেহালপুর গ্রামের জাহিদ হাসান ও মহিষদিয়া গ্রামের প্রান্ত ধর। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি সুতলী বোমা, ১২শ’ গ্রাম বোমা তৈরির বিস্ফোরকদ্রব্য ও একটি ওয়ান সুটারগান।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে গতকাল রাতে মনিরামপুর এলাকায় অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা জানায়, তারা চরমপন্থি সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখল করে অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃত আসামী অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে। বিস্ফোরকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরামপুর থানায় পৃথক দুটি মামলা রুজু হয়।
জেবি/জেএইচ