বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে হওয়া নজিরবিহীন সংঘর্ষের ঘটনায় ফিফার তদন্তে দুই দেশকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিপক্ষে অভিযোগ হলো- তাদের দেশের সমর্থকদের উৎপীড়ন। গ্যালারিতে গিয়ে প্রথমে সংঘর্ষ ঘটানোর কর্মকাণ্ড করেছে আর্জেন্টিনার সমর্থকরাই। একই সঙ্গে ম্যাচ ৩০ মিনিট বিলম্বে শুরু করার সম্পূর্ণ দায় দায় চাপানো হয়েছে আর্জেন্টিনার ওপর।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের বিপক্ষে ফিফার অভিযোগ হলো, ‘স্বাগতিক বা আয়োজক হিসেবে যথেষ্ট নিরাপত্তমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা।’
ফিফার সিদ্ধান্তের ফলে দুই দেশই শাস্তির মুখে পড়তে চলছে। আর্জেন্টিনাকে ম্যাচের জন্য জরিমানা করা হতে পারে। এছাড়াও, আর্জেন্টিনার সমর্থকদের মারাকানা স্টেডিয়ামে ভবিষ্যতে খেলা দেখার ওপর নিষেধাজ্ঞাও হতে পারে।
ব্রাজিলকেও ম্যাচের জন্য জরিমানা করা হতে পারে। এছাড়াও, ব্রাজিলকে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নির্দেশ দিতে পারে ফিফা।
মারাকানায় সংঘর্ষের ঘটনা
রিও ডি জেনিরোয় গত বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে দু’দেশের ফুটবলারদের সারি বেধে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় গ্যালারির একাংশে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্রাজিল সমর্থকরা।
দুই দেশের পতাকার প্রতি একে অপরে নিন্দাসূচক মন্তব্য করছিলো। যে কারণে সংঘর্ষ, চেয়ার ছোড়াঁছুড়ি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রায়ট পুলিশ এসে লাঠিচার্জ করে। তারা মূলত লাঠি চার্জ করে আর্জেন্টিনা সমর্থকদের ওপর। প্রতিবাদে লিওনেল মেসিরা এগিয়ে যায়। এমিলিয়ানো মার্টিনেজদের কেই কেউ নিজেরও সংঘর্ষে জড়ান। পরে মেসিরা মাঠ ছেড়ে উঠে যায়। শেষ পর্যন্ত খেলা শুরু হয় ৩০ মিনিট পর। এরপর নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
ফিফার সিদ্ধান্তের প্রতিক্রিয়া
ফিফার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাউডিও তাফারানি বলেন, “আমরা ফিফার সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আমরা মনে করি, ব্রাজিল সমর্থকরাই প্রথমে সংঘর্ষ শুরু করেছিল। আমরা আশা করি, ফিফা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”
অন্যদিকে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি রওলিংসন আকিমিও বলেন, “আমরা ফিফার সিদ্ধান্তের সম্মান করি। আমরা আশা করি, এ ঘটনা থেকে আমরা শিক্ষা নেব এবং ভবিষ্যতে আরও ভালো নিরাপত্ত ব্যবস্থা নিতে পারব।”
ফুটবলের জন্য লজ্জার ঘটনা
মারাকানায় সংঘর্ষের ঘটনাটি ফুটবলের জন্য লজ্জার একটি ঘটনা। এই ঘটনাটি ফুটবলের সুন্দর মুখটিকে কলঙ্কিত করেছে। এই ঘটনা থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

