বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আরো পড়ুন

আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে ‘শিবচর স্টার ডিলাক্স’ নামে একটি ঢাকাগামী যাত্রী পরিবহন বাসের ধাক্কায় রাজ ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার যশোর-বেনাপোল মহাসড়ককের কাগজপুকুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজ ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকার মনির হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাগজপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই শিশু মারা যাওয়ার ঘটনা স্থানীয়রা আমাকে ফোন করে জানালে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, শনিবার সকাল ১১টার দিকে রাজ রাস্তা পার হচ্ছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী পরিবহন তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার লোকজন এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ