শহীদি মৃত্যু কামনায় যে দোয়া পড়তেন ওমর (রা.)

আরো পড়ুন

শহীদি মৃত্যু মুমিনের কামনা হওয়া উচিত। কেননা এই মৃত্যু সর্বোত্তম ও সবচেয়ে সম্মানজনক। নবীজি (স.) আল্লাহর কাছে শাহাদত কামনা করতেন। সাহাবায়ে কেরাম (রা.) সর্বদা শাহাদাতের মৃত্যু কামনা করেছেন।

হজরত ওমর (রা.) এই দোয়া করতেন বলে সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে—اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াঝআল মাওতি ফি বালাদি রাসুলিকা’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং আমার মৃত্যু আপনার রাসুলের শহরে দান করুন।’ (সহিহ বুখারি: ১৮৯০)

দোয়াটি এভাবেও করা যায়— اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ উচ্চারণ: ‘আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওয়াঝআল মাওতি ফি বালাদি রাসুলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ অর্থ: ‘হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিন এবং মৃত্যু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শহরে দিন।’ (সহিহ বুখারি: ১৭৬৯)

আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সম্মানজনক শহীদি মৃত্যু দান করুন। প্রখ্যাত সাহাবি হজরত ওমর (রা.)-এর অনুসরণে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ