টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ৫৮তম আয়োজন। এতে অংশ নেবেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের তাবলীগ জামাতের সাথীরা।
প্রথম পর্বের ইজতেমায় যোগ দিতে বিভিন্ন খিত্তা ও পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত মুসল্লিরা ইতোমধ্যেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন।
এবারের বিশ্ব ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। প্রথম পর্বে অংশগ্রহণকারী ৪১ জেলা এই পর্বে অংশ নেবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।
তাবলিগ জামাতের বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, তাবলিগের মেহনত দ্বীনের অন্যতম কাজ এবং ওলামায়ে কেরামই দ্বীনের ধারক-বাহক। মুসল্লিরা তাদের তত্ত্বাবধানে থেকেই এই কাজ করতে চান।
প্রতি বছর বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে টঙ্গীর ১৬০ একর বিশাল ইজতেমা ময়দানও সংকুলান করতে হিমশিম খায়। তবে আয়োজকরা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন।
বিশ্ব ইজতেমার প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটি নিবিড়ভাবে কাজ করছে।