বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বর্তমান সময়ে আমাদের বিরুদ্ধে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। এজন্য সবাইকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।”
শুক্রবার রাজধানীর পূর্বাচলের সি শেল রিসোর্টে আয়োজিত এক ‘প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই সমাবেশটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের জন্য আয়োজন করা হয়।
দেশের মানুষের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এবার ব্যর্থ হলে মানুষের আর কোনো আশ্রয় থাকবে না। আমাদের মনকে সবসময় মানুষের সেবা করার জন্য প্রস্তুত রাখতে হবে, ভোগের জন্য নয়। গোটা জাতিকে আপন করে নিতে হবে। প্রত্যেক কাজে পরিশ্রমী, সৎ এবং প্রজ্ঞাবান হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই।”
ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা দেশের বিভিন্ন স্থানে কাজ করছেন। যেখানেই থাকুন না কেন, দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হবে।”
ড

