ক্ষমতায় গেলে নারীরা পেশাগত পরিচয়ে মর্যাদা ও নিরাপত্তা পাবে, জামাতের আমির

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের ঘরে আটকে রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নারীদের পোশাক নিয়ে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হবে না, বরং তাদের দেশের উন্নয়নে আত্মনিয়োগের সুযোগ দেওয়া হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) কুমিল্লা টাউনহল মাঠে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, দল ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং কোনো যুবককে বেকার থাকতে দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, দলের ১৭ জন নেতাকর্মীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে, এছাড়া তাদের অফিস বন্ধ করা হয়েছে এবং গুম, খুন, হত্যার শিকার হতে হয়েছে। তবুও দল কখনও নীতি থেকে বিচ্যুত হয়নি বা কারও সঙ্গে আপোষ করেনি।

তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা দেশের চতুর্থ স্তম্ভ। কালোকে কালো আর সাদাকে সাদা বলার সাহস দেখান। দেশ গঠনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ আবদুর রব, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন এবং কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

 

আরো পড়ুন

সর্বশেষ