ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে, হাসপাতালে ভর্তি ২৬০৯

আরো পড়ুন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬০৯ জন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় চারজন এবং ঢাকার বাইরে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকায় নতুন করে ৯৮৪ জন এবং ঢাকার বাইরে ১৬২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৩৫ জনে। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৬৫৮ জন এবং ঢাকার বাইরে ৯৯ হাজার ১৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা বাড়াতে কাজ করছে সরকার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ