অর্ধশত মোটরবাইক নিয়ে দুরন্ত ছুটে চলছে নারী বাইক রাইডারদের একটি বহর, ঢাকা থেকে যশোর অভিমুখে নারী বাইকারদের এই দুরন্ত ছুটে চলা শুধু একটি মোটর শোভা যাত্রা নয়, এই শোভাযাত্রা টি বহন করছে নারীদের মুক্তির বার্তা, পাবলিক প্লেসে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সচেতনতা।
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডি থেকে যাত্রা শুরুর পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও নড়াইল হয়ে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রথম দিনের যাত্রা সমাপ্ত করে, শনিবার মণিহার সিনেমা হল চত্বরে নারী জাগরণে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণার জন্য পথ নাটকের আয়োজন করেন রাইডাররা।
সিআরআই ও ইয়াং বাংলার সাথে যৌথ উদ্যোগে ভ্রমণকণ্যা ট্রাভেলস অফ বাংলাদেশের এই কর্মসূচি প্রথমদিনে ১৭৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। আজ শনিবার একই পথে ঢাকায় ফিরবে এই নারী বাইকারদের বহরটি।

