শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী আগামীকাল

আরো পড়ুন

সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আগামীকাল। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। দ্বাপর যুগের শেষ দিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

৬ সেপ্টেম্বর বুধবার দিবসব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সাড়ম্বরে উদযাপন করতে সকল ধরণে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা ও যশোর সদর উপজেলা ও পৌর শাখা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার কাযালয়ে এক সংবাদ সম্মেলনে প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল তিনি বলেন, শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানের তথ্য সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে এবং অনুষ্ঠানের প্রচারের জন্য মাইকিং করা হচ্ছে।

বুধবার ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য এই আয়োজনের প্রথম পর্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতনের পৌরোহিত্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-৩ আসনের সদস্য জনাব কাজী নাবিল আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার এবং পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজি মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ। জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদস্য অশোক রঞ্জন কাপুড়িয়া।

আলোচনা অনুষ্ঠানের পর এই মঞ্চে দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হবে এবং এর অব্যবহিত পর মানব জাতির কল্যাণ কামনায় নিবেদিত হবে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে নীলগঞ্জ মহাশশ্মশানে পৌঁছাবে। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অনুপ্রসাদ পরিবেশন করা হবে।

এরপর দ্বিতীয় পর্বের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলার নির্বাহী অফিসার অনুপ দাশ।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলা কমিটির সহসভাপতি সুখেন মজুমদার। আলোচনা পর্বের শেষে গীতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সবশেষে বাংলাদেশের বিখ্যাত কবিয়াল শ্রী কৃষ্ণকান্ত সরকার ও শ্রী সুভাষ সরকার কবিগান পরিবেশন করবেন। ৮সেপ্টেম্বর শুক্রবার নীলগঞ্জ মহাশ্মশানে বিকাল পাঁচটার পদাবলী কীর্তন পরিবেশন করবেন প্রখ্যাত কীর্তনীয়া কুমারী সীমা রায়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাস রতন, সহ-সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, দপ্তর সম্পাদক অঞ্জয় সিংহ রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অঞ্জন সাহা, সদস্য সঞ্জয় জুয়রদার

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ