যশোরে কুইন্স হসপিটালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে কুইন্স হসপিটালের অডিটোরিয়ামে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম হুমায়ূন কবির কবু। এসময় উপস্থিত ছিলেন, কুইন্স হসপিটালের পরিচালক এ এস এম মাহিনুল হক রিয়ন, শেয়ার হোল্ড মনোয়ার রহিম, শারমিন হাবীবা লাকি, সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, ম্যানেজার বাবু হোসেন, আই এডমিন হাসান ইমাম শিমুল, মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন প্রমুখ।
কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম হুমায়ূন কবির কবু হসপিটালের স্টাফদের উদ্দেশ্যে বলেন, সঠিকভাবে রোগীদের সেবা দিতে হবে। একই সাথে কোন ধরণে ভূলভ্রান্তি হলে; সেগুলো নোট করে সমাধান করার নির্দেশ দেন তিনি।

