নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে পালবাড়ি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মিরন স্পোর্টিং বনাম ক্যাম্প স্পোর্টিং। এই ম্যাচে মিরন স্পোর্টিং ৩-১ গোলে হারিয়েছে ক্যাম্প স্পোর্টিংকে। মিরন স্পোর্টিং গোল করেন প্রথমার্ধ্বে বাবু, দ্বিতীয়ার্ধ্বে শাওন ও রিয়াদুল। ক্যাম্প স্পোর্টিংকে একমাত্র গোল করেন দ্বিতীয়ার্ধ্বে অপু।
টুর্নামেন্টের ১৬দল গুলো হলো, মিরন স্পোর্টিং, ক্যাম্প স্পোর্টিং, রাইজিং ক্লাব, ফজর গাজী স্মৃতি, হবি মন্ডল, কার্ড গ্যালারি, ড্রাগন ক্লাব, মোমিন নগর, ঢাকা রোড, নুতন খয়েরতলা, পাগলাদাহ, উল্কা স্পোর্টিং, বিরামপুর, লুমিয়া খান, টিসিবি, উপশহর স্পোর্টিং।
এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, পৌর কাউন্সিলার জাহিদ হোসান মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জিকরুল আলম মুকুল, শেখ সাখাওয়াত স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শেখ শাজাহান রনি প্রমুখ।

