নিজস্ব প্রতিবেদক : পহেলা সেপ্টেম্বর ঢাকাতে স্বরনকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষে যশোর জেলা ছাত্রলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর গাড়িখানা রোডস্থল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত তরুন, সহ-সভাপতি আরিফুর রহমান সাগর, রাজু রানা, রুহুল কুদ্দুস যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক ইমন হোসেন, শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক এস এম রিয়েল, অভয়নগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক কাজী মামুন, রওশন কবির টুটুল, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত। বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারন সম্পাদক বিএম শাহজালাল। মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু, সাধারন সম্পাদক কামাল হোসেন। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম, চৌগাছা উপজেলা ছাত্রলীগের আহবায়ক সারজান দেওয়ান, যুগ্ম আহবায়ক আকরামুল ইসলাম, হাসান রেজা, আব্দুল করিম, রুবেল হোসেন প্রমুখ।
এদিকে, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস’র সভাপতিত্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

