কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবা-পলিথিনসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ মালামাল উদ্ধার

আরো পড়ুন

কুষ্টিয়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে ৪৭ বিজিবি সদস্যরা। এ সময় ফেনসিডিল, ইয়াবা, মদ, সেনেগ্রা ট্যাবলেট, পাতার বিড়ি এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে জেলার মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের ছত্রগাছা গ্রামের দক্ষিণ পাড়ায় একটি পলিথিন গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের নেতৃত্বে বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার ও বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সোমবার (৪ আগস্ট) রাতে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বিওপি’র হাবিলদার আলমগীর আজাদের নেতৃত্বে হাতিশালা মাঠে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা, ১০ বোতল মদ এবং ১২১ প্যাকেট পাতার বিড়ি। একই রাতে রংমহল বিওপির হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে খাসমহল মাঠে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৩৫২ পিস সেনেগ্রা (সিলডেনাফিল) ট্যাবলেট। এছাড়া পশ্চিম ধর্মদাহ বিওপির নায়েব সুবেদার কাইয়ুম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ১৩১ বোতল ফেনসিডিল।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ২১ হাজার ১৫৫ টাকা। এসব মাদক ও চোরাচালানি পণ্য বিধি মোতাবেক ধ্বংসের জন্য কুষ্টিয়া ব্যাটালিয়নের মাদক স্টোরে এবং নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ