কুষ্টিয়ায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, দুই কন্যাকে হত্যাচেষ্টা করে আত্মহত্যার চেষ্টা স্বামীর

আরো পড়ুন

কুষ্টিয়ার হরিশঙ্করপুর এলাকায় পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা এবং দুই শিশু কন্যাকে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে মামুন নামের এক যুবকের বিরুদ্ধে। পরে তিনিও আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে মামুন ও তার দুই কন্যা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) রাত ৮টার দিকে নবিউল হোসেনের ছেলে ও রঙ মিস্ত্রি পেশায় নিয়োজিত মামুনের সঙ্গে তার স্ত্রী মেঘলা খাতুনের পারিবারিক কলহ হয়। কথাকাটাকাটির একপর্যায়ে মামুন তার স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এরপর তিনি তার দুই শিশু কন্যা—কুলসুম ও জান্নাতকে আছড়ে মারাত্মকভাবে আহত করেন। পরে নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে শরীরে আঘাত করেন।

খবর পেয়ে স্থানীয়রা ও স্বজনেরা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় মেঘলা খাতুন মারা যান। মামুন ও তার দুই শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক।

কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব হাসান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মেঘলার মৃত্যু হয়েছে। আহত শিশুদের মধ্যে জান্নাতের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “ঘটনার পরপরই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মামুনের স্ত্রী মেঘলা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুই শিশুকন্যার অবস্থাও গুরুতর।”

 

আরো পড়ুন

সর্বশেষ