৩ দিন ধরে বেনাপোল দিয়ে আসছে না পেঁয়াজ

আরো পড়ুন

বাংলাদেশে পেঁয়াজ রফতানিতে ভারতের ৪০ শতাংশ শুল্ক ঘোষণার পর থেকেই বেড়েছে পেঁয়াজের দাম। যশোরের বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পণ্যটির দাম বেড়েছে। গত তিন দিনে বেনাপোল বন্দর দিয়ে দেশে ঢোকেনি কোনও পেঁয়াজ। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা। দাম আরও বাড়বে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন।

পাইকারি ব্যবসায়ী সবুর হোসেন বলেন, আমদানি নেই। চাহিদা বেশি। তাই দাম বাড়ছে। বেশি দামেও পেঁয়াজ মিলছে না। শুল্ক আরোপ করায় অনেকে পেঁয়াজ আমদানিতে উৎসাহ দেখাচ্ছেন না। এ কারণে বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। পর্যাপ্ত পেঁয়াজ আমদানি করা না হলে দাম কমার সম্ভাবনা নেই।

বাজারে পেঁয়াজ কিনতে আসা মাহমুদুল হাসান বলেন, গত তিন দিন ধরেই দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। গত সপ্তাহে ৪০-৪৫ টাকা কেজি কিনেছি। আজ বাজারে এসে দেখি ৭০ থেকে ৮০ টাকা।

নাভারন বাজারে পেঁয়াজ ক্রেতা আলমগীর হোসেন বলেন, প্রতিদিনই তো কাঁচাবাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। এখন পেঁয়াজ কেনার মতো অবস্থা নেই। তিন দিনে দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। কী করবো এখন অল্প করে কিনছি। দাম কমলে বেশি পরিমাণে কিনবো।

পেঁয়াজ বিক্রেতা আতাউর রহমান বলেন, দুই সপ্তাহ আগে পাইকারি পেঁয়াজ কিনেছি ৪০-৪২ টাকা কেজি দরে। তখন বিক্রি করেছি ৪৫-৫০ টাকা। তিন দিনের ব্যবধানে পাইকারিতে দাম বেড়ে হয়েছে ৬৫ থেকে ৭৫ টাকা। এখন বিক্রি করছি ৭০-৮০ টাকা কেজি দরে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, এই স্থলবন্দর দিয়ে আগে ১৫/২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিনে ভারত থেকে কোনও পেঁয়াজ আমদানি হয়নি।

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধের উপসহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে এ বছর প্রায় ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এর বিপরীতে সাড়ে তিন লাখ টনের মতো পেঁয়াজ আমদানি হয়েছে। শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনও পেঁয়াজ আমদানি হয়নি বেনাপোল দিয়ে। সর্বশেষ গত বৃহস্পতিবার সাড়ে ৪৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

উল্লেখ্য, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ