চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
সোমবার (২১ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
মারা যাওয়া দুই শিশুর একজন ৬ বছর বয়সী রিয়া মণি। অন্যজন ৬ মাস বয়সী শিশু রুবেল। ডেঙ্গুর জ্বরের উপসর্গ নিয়ে গত ১৬ আগস্ট তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রিয়া মণি রবিবার (২০ আগস্ট) ভোরে এবং রুবেল রবিবার দিনগত রাত সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়া মোট ৪৬ জনের মধ্যে ১৮ জন

