চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে ফ্লাইওভারের ওয়ানা-জিইসি অংশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইমরান এবং নাহিদা সুলতানা। ইমরান পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোডের ইউনুস মোল্লার ছেলে। আর নাহিদা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে। দুজনই সরকারি সিটি কলেজের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ নুর উল্লাহ আশেক জানান, রাতে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

