বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত

আরো পড়ুন

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের অনুমতি না নিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় পৌর কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগকে অবহিত না করে অনুষ্ঠানের আয়োজন করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ। অনুষ্ঠানটি বন্ধ করার জন্য ওইদিন সকাল ১০টায় লিখিত আকারে নোটিশ দেয়া হয়। তারপরও অনুষ্ঠানটি আয়োজন করে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশনাকে অবজ্ঞা করা হয়েছে। কিন্তু গত ১৮ আগস্ট নোটিশের জবাবে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুষ্ঠানটি শেষ হওয়ার পর পেয়েছেন তারা। কিন্তু তাদের এই জবাব সন্তোষজনক না হওয়ায় সংগঠনের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।

এছাড়া জামালপুর জেলা শাখার সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

জানতে চাইলে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জুম্মান তালুকদার বলেন, কেবল ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান বন্ধের চিঠি আমরা সময়মতো পাইনি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম বলেন, তারা উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে নিজের মতো করে কাজ করছে। তাই ওই কমিটির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ