যশোর শহরের চাঁচড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত রুস্তম আলী’র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্ত্রী মোছাঃ শিলা বেগম ও এলাকাবাসী। রোববার (২০ আগস্ট) সকালে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে চাঁচড়া রেলগেট এলাকাবাসী।
মানববন্ধনে নিহত রুস্তম আলীর স্ত্রী মোছাঃ শিলা বেগম জানান, রেলগেট এলাকায় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করতো। আমার স্বামী রুস্তম আলী বিষয়টি জানতে পেরে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৭ জুলাই বিকেলে একই এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী আব্দুল করিমের দুই ছেলে সবুজ (৩৮) ও মিন্টু (৪০), আশরাফ কসাইর স্ত্রী শিউলি (৩৫), সবুজ হোসেনের স্ত্রী স্মৃতি (২৭), শরিফুলের স্ত্রী বিথী (২৪), সজীবের স্ত্রী রাণী (২০) আমার স্বামীকে মারপিট করে। আহত অবস্থায় আমার স্বামীকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এটি হত্যা নাকি হৃদরোগ তা যাচাইয়ে আমার স্বামীর পোসমর্টেম করা হয়। পোসমর্টেম রিপোর্টের জন্য আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু পরবর্তীতে এলাকার মুরব্বিদের পরামর্শে কোর্টে মামলা করি। মামলার করার পর গত ১৮ আগস্ট রাত ১১টার দিকে অভিযুক্তরা সকলে আমার ঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় সবুজ এবং মিন্টু আমাকে মারধর করে। এবং আমার স্বামীর টাকা অনুদানের ৫৫ হাজার টাকা শোকেচের ড্রয়ার থেকে লুট করে নেয়। এরপর সবুজ ও মিন্টু অস্ত্রশস্ত্র লইয়া আমার সোয়ার ঘরে প্রবেশ করে। এবং আমাকে খাটের উপরে ফেলে আমার শরীরের কাপড়-চোপড় টানা হেঁচড়া করে আমার শীতলতা হানি ঘটায়।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী শিউলি, স্মৃতি, বিধী, রানী, আমার কানের দুল ও এক ভরি ওজনের গলার চেইন আমার মেয়ের কানের দুল ও গলার চেইনসহ মোট ২ লক্ষ টাকা মূল্যের স্বর্ণলংকার টানা হেচড়া করে ছিনাতাই করে নেয়। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযোগ দিতে বলে। এরপর থেকে হামলাকারীরা ফোন করে হুমকি ধামকি দিচ্ছে। মামলা করলে রুস্তম আলীর মত তার সন্তানদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এ অবস্থায় হামলাকারীদের আটক ও ন্যায় বিচার দাবিতে এলাকাবাসী এই মানববন্ধন করেছেন।

