যশোরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা ও দেয়া মাহফিল

আরো পড়ুন

যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা চলাকালীন বৃহত্তর যশোর জেলার বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ এর উপ-প্রধান মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট রবিউল আলম। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কামারুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু। বিশেষ অতিথি ছিলেন ৮ নং সেক্টর কমান্ডার যুদ্ধকালীন এফ এফ স্পেশাল গ্রুপের মুক্তিযোদ্ধা এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সাবেক জেলা কমান্ড মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জক, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চাকলাদার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, জেলা ইউনিট কান্ডের সাবেক সাংগঠনিক কমান্ড আব্দুস ছাত্তার, মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গেলাম রসূল, সদর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সরদার নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক মোঃ হৃদয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ