বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করবে ভারত।
শনিবার (১৯ আগস্ট) দুপরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক সভায় এ কথা বলেন তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে শ্রী প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চায় ভারত।

