জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার মূল হুমকিদাতা হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট।
১৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।
এর আগে চিকিৎসক এসএম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহ থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডাক্তার এসএম মোস্তফা জামান হত্যার হুমকি পেয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

