পাহাড়ে ‘জ‌ঙ্গি আস্তানার’ খোঁজে ফের সিটিটিসি অভিযান

আরো পড়ুন

মৌলভীবাজারের কুলাউড়া থেকে আটক সন্দেহভাজন জঙ্গিদের নিয়ে কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় জ‌ঙ্গি আস্তানার খোঁজে আবার অভিযানে নেমেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসির প্রধান আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার সকাল থেকে আটক ব্যক্তিদের নিয়ে অভিযান চালাচ্ছে।

আসাদুজ্জামান বলেন, আটক ব্যক্তিরা নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। এখানে (কুলাউড়া) তাদের আরো আস্তানা আছে।

তিনি আরো বলেন, তাদের মধ্যে কয়েকজন ডাক্তার ও চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুজন ইঞ্জিনিয়ার আছেন। তাদের আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আশা করি, তাঁদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, অভিযানের বিষয়ে বিস্তারিত আজ বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত শনিবার এই এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য সন্দেহে ২০ এবং গতকাল সোমবার ১৭ জনকে আটক করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ