ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন ভর্তি ১১৩

আরো পড়ুন

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিশ্বজিৎ সাহা (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১১৩ জন রোগী।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

নিহত বিশ্বজিতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামে। তিনি ওই গ্রামের সঞ্জয় সাহার ছেলে।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) বিকালে বিশ্বজিৎ সাহা নামের ওই রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪২ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন।

তিনি আরো জানান, এসব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। রাজবাড়ী জেলার চার জন, ফরিদপুরের ছয় জন, মাগুরা জেলার এক জন ও মাদারীপুরের এক জন। জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯১৩ জন। এর মধ্যে ২ হাজার ৫৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ