যশোরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

আরো পড়ুন

যশোরে সাবু বিশ্বাস (৩২) নামের আরও এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যশোরে চারজন মারা গেছেন। এ ছাড়া জেলায় একদিনে ১৯ জন আক্রান্ত হয়েছেন।

সাবু বিশ্বাস অসুস্থ হয়ে গতকাল রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে যশোর শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। সাবু বিশ্বাস যশোর সদর উপজেলার বাওলিয়া গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি নির্মাণ শ্রমিক ছিলেন।

যশোরের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাত মাসে যশোরে চারজনের মৃত্যু হয়েছে।

যশোরের সিভিল সার্জন বিপ্লব কুমার বিশ্বাস বলেন, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা স্থিতিশীল রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় গতকাল জেলা ডেঙ্গু প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহের প্রথম দিন শিক্ষা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ডেঙ্গুর লার্ভা জন্মানোর সব ক্ষেত্র ধ্বংস করতে হবে। ওই সভায় বিভিন্ন দপ্তরের প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ