ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৭

আরো পড়ুন

রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে এক শিশুসহ সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। খবর আলজাজিরার।

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী কের্চ ব্রিজে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করার জন্য রাশিয়া ইউক্রেনকে ‘সন্ত্রাসী’ হিসাবে অভিযুক্ত করার একদিন পর রবিবার (১৩ আগস্ট) এ গোলাবর্ষণের ঘটনা ঘটল।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, শিরোকা বলকা গ্রামে এক দম্পতি, তাদের ২৩ দিনের শিশু এবং অন্য একজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ওই দম্পতির ১২ বছর বয়সি ছেলে গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী টেলিগ্রাম পোস্টে ক্ষতিগ্রস্ত বাড়ির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, সন্ত্রাসীরা কখনই স্বেচ্ছায় বেসামরিক মানুষকে হত্যা করা বন্ধ করবে না। সন্ত্রাসীদের থামাতে হবে বলপ্রয়োগ করে। তারা আর কিছু বোঝে না।

ইউক্রেনের সামরিক বাহিনী গত নভেম্বরে রাশিয়ার দখল থেকে খেরসন অঞ্চলের পশ্চিম অংশ পুনরুদ্ধার করেছে। কিন্তু ক্রেমলিন বাহিনী নিয়মিতভাবে দনিপ্রো নদীর ওপার থেকে এলাকাটিতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ