২৭ টাকার জন্য বাবা-ছেলের যাবজ্জীবন!

আরো পড়ুন

সুনামগঞ্জে ২৭ টাকা পাওনা নিয়ে দ্বন্দ্বে হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামের মহিব উল্লা ও তার ছেলে আবুল কালাম।

বৃহস্পতিবার (১০আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা জজ বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি সুহেল আহমেদ ছইল মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন দিরাইয়ের কলাবাজার এলাকায় আসামি মহিব উল্লা তার আপন মামাতো ভাই আলমগীর মিয়াকে ২৭ টাকা পাওনা নিয়ে মারপিট করে আহত করে। পরে তাকে উদ্ধার করে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যায়। পরে আলমগীরের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ